উত্তরদিনাজপুর

আদিবাসীদের তাণ্ডবের প্রতিবাদে ২৪ ঘণ্টা রায়গঞ্জ বনধের ডাক দিয়েছে রায়গঞ্জের ব্যাবসায়ী সংগঠন

শুক্রবার রায়গঞ্জ শহরে আদিবাসীদের তাণ্ডবের আজ আবার উত্তাল রায়গঞ্জ। আদিবাসীদের তাণ্ডবের প্রতিবাদে আজ ২৪ ঘণ্টার রায়গঞ্জ বনধের ডাক দিয়েছে রায়গঞ্জের সবকটি ব্যাবসায়ী সংগঠন। ব্যাবসায়ী সংগঠনের ডাকা বনধে আজ রায়গঞ্জ শহরের সমস্ত দোকানপাট, হাট, বাজার বন্ধ রয়েছে। রাস্তায় চলেনি কোনও যানবাহন। বনধ চলছে সর্বাত্বক।

            আদিবাসী মহিলা নিগ্রহের ঘটনার প্রতিবাদে গতকাল রায়গঞ্জ শহরের এক প্রতিবাদ ধিক্কার মিছিল করেছিলেন পাঁচ আদিবাসী সংগঠন। অস্ত্র শস্ত্র নিয়ে আসা সেই মিছিল থেকে উন্মত্ত আদিবাসীরা রায়গঞ্জ পৌরবাস স্ট্যান্ড জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি কয়েকশো ব্যাবসায়ির দোকান ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। ভেঙে ফেলা হয় বহু মোটরবাইক ও গাড়ি। কয়েক কোটি টাকার ক্ষতি হয় ব্যাবসায়িদের, আর এই সব কিছুই ঘটে কর্তব্যরত পুলিশের সামনেই। পুলিশ ছিল নীরব দর্শকের ভূমিকায়।

            এরই প্রতিবাদে এবং খতিগ্রস্থ ব্যাবসায়িদের ক্ষতিপূরণের দাবিতে আজ রায়গঞ্জ ২৪ ঘণ্টার বনধের ডাক দেয় ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্স, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন সহ সবকটি ব্যাবসায়ি সংগঠন। ব্যাবসায়ি সংগঠনের ডাকা বনধে স্তব্ধ হয়ে পরে রায়গঞ্জের জনজীবন। আজকের বনধকে ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটলেও রায়গঞ্জ শহরের মানুষের মধ্যে চাপা আতঙ্ক দেখা গিয়েছে। শহর জুরে চাপা উত্তেজনাও লক্ষ্য করা গিয়েছে। শহর জুরে মতায়ন রয়েছে বহু পুলিশ। পুলিশ দীর্ঘক্ষণ অবরোধ তোলার চেষ্টা করেও ব্যর্থ  হয় । মোহন বাটি এলাকায় পুলিশ ব্যবসায়ীদের মধ্যে এদিন বচসা ও ধস্তা ধস্তিও হয় বলে যায় গিয়েছে।